
প্রামাণিক হাদিসসমূহ এবং তাদের বাংলা অনুবাদ
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
কর্মের মান নির্ভর করে niyyat (ইচ্ছা) এর উপর।
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
মুসলিম হলো যে মুসলিমদের বিরুদ্ধে তার জিহ্বা ও হাত দিয়ে কোনো ক্ষতি করে না।
الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ
পৃথিবী একজন মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য স্বর্গ।
الْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيْمَانِ
লজ্জা হল ঈমানের একটি শাখা।
مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ
যে দয়া দেখায় না, তার প্রতি দয়া করা হবে না।
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ।
أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيْمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا
পূর্ণ ঈমানের অধিকারী হলো যার চরিত্র সেরা।
الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ
দোয়া হলো ইবাদতের একটি অংশ।
رِضَا اللهِ فِي رِضَا الْوَالِدَيْنِ
মাতা-পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে।
الْمُؤْمِنُ القَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ
শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়।
الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ
সৎ কথা বলা হলো সৎকর্মের সমান।
خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
সবচেয়ে উত্তম মানুষ হলো যে অন্যদের জন্য উপকারী।
مَنْ صَلَحَ لِلنَّاسِ صَلَحَ لِنَفْسِهِ
যে মানুষ অন্যদের মঙ্গল কামনা করে, সে নিজের জন্যও মঙ্গল পায়।
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
মুসলিম হলো যে মুসলিমদের ক্ষতি থেকে নিরাপদ থাকে।
الصَّبْرُ ضِيَاءٌ
সহনশীলতা আলোয় ভরা।
الْجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ
স্বর্গ মায়ের পায়ের তলায়।
لاَ يَزَالُ الْعَبْدُ فِي دُعَاءِهُ مَا لَمْ يُغْلِظْ
মানুষের দোয়া তখনো শেষ হয় না যতক্ষণ না সে কঠোর হয়।
الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ
যারা দয়া প্রদর্শন করে, আল্লাহ তাদের প্রতি দয়া করবেন।
الْمُؤْمِنُ مَرْآةُ الْمُؤْمِنِ
মুমিন অন্য মুমিনের জন্য আয়না।
الْحَيَاءُ مِنَ الإِيْمَانِ
লজ্জা ঈমানের অংশ।