Logo

🤲 দোয়া সমূহ

বিভিন্ন অবস্থায় পাঠযোগ্য প্রামাণিক দোয়াগুলোর সংগ্রহ

ঘুমানোর আগে দোয়া

بِاسْمِكَ اللَّهُمَّ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوتُ

হে আল্লাহ! তোমার নামেই আমি জীবিত হই এবং তোমার নামেই আমি মৃত্যু বরণ করি।

ঘুম থেকে উঠার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তারই দিকে প্রত্যাবর্তন।

বাথরুমে প্রবেশের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই সব অপদেবতা পুরুষ ও নারী থেকে।

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

غُفْرَانَكَ

হে আল্লাহ! তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

বাড়ি থেকে বের হওয়ার দোয়া

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

আল্লাহর নামে, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই।

বাড়িতে প্রবেশের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ

হে আল্লাহ! আমি তোমার কাছে প্রবেশের কল্যাণ ও বাহির হওয়ার কল্যাণ প্রার্থনা করছি।

খাওয়ার আগে দোয়া

بِسْمِ اللَّهِ

আল্লাহর নামে (আমি খাওয়া শুরু করছি)।

খাওয়া শেষে দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ

সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আহার ও পানীয় দিয়েছেন এবং মুসলিম করেছেন।

যাত্রার দোয়া

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এ বাহনকে বশীভূত করেছেন; আমরা তা নিয়ন্ত্রণ করতে পারতাম না।

বিপদে পড়লে দোয়া

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তারই দিকে ফিরে যাব।

আয়নায় তাকানোর দোয়া

اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي

হে আল্লাহ! যেমন তুমি আমার চেহারা সুন্দর করেছ, তেমনি আমার চরিত্রকেও সুন্দর করো।

নতুন পোশাক পরার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ

সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই পোশাক পরিয়েছেন এবং তা রুজি দিয়েছেন।

মসজিদে প্রবেশের দোয়া

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

হে আল্লাহ! আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও।

মসজিদ থেকে বের হওয়ার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।

বৃষ্টি হলে দোয়া

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

হে আল্লাহ! উপকারী বৃষ্টি বর্ষণ করো।

বৃষ্টি বন্ধ হলে দোয়া

مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ

আমরা আল্লাহর অনুগ্রহ ও রহমতে বৃষ্টি লাভ করেছি।

রাগ হলে দোয়া

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি ধিকৃত শয়তান থেকে।

হাঁচি দিলে দোয়া

الْحَمْدُ لِلَّهِ

সব প্রশংসা আল্লাহর।

হাঁচি শুনলে উত্তর

يَرْحَمُكَ اللَّهُ

আল্লাহ তোমার প্রতি রহম করুন।

কোনো অসুস্থকে দেখলে দোয়া

لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ

কোনো ক্ষতি নেই, আল্লাহ চাইলে এটি তোমার জন্য পরিশুদ্ধি।

কষ্টে পড়লে দোয়া

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو

হে আল্লাহ! আমি তোমার রহমতের আশায় আছি।

ভয় পেলে দোয়া

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।

কোনো ভালো খবর শুনলে দোয়া

الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ

সব অবস্থাতেই আল্লাহর প্রশংসা।

কোনো বিপদে পড়লে দোয়া

اللَّهُمَّ أَجِرْنِي فِي مُصِيبَتِي وَاخْلُفْ لِي خَيْرًا مِنْهَا

হে আল্লাহ! আমার বিপদে আমাকে পুরস্কৃত করো এবং তার চেয়ে উত্তম কিছু দান করো।

নতুন চাঁদ দেখলে দোয়া

اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ

হে আল্লাহ! এই চাঁদকে আমাদের জন্য বরকত ও ঈমানের চাঁদ বানাও।

কোনো মৃতকে স্মরণ করলে দোয়া

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ

হে আল্লাহ! তাকে ক্ষমা করো ও তার প্রতি রহম করো।

অন্যের জন্য দোয়া

جَزَاكَ اللَّهُ خَيْرًا

আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন।

অসুস্থ হলে নিজের জন্য দোয়া

اللَّهُمَّ اشْفِنِي شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

হে আল্লাহ! আমাকে এমন আরোগ্য দাও যাতে কোনো অসুখ না থাকে।

কোনো কাজ শুরু করার দোয়া

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে।

ভালো ফলাফলের জন্য দোয়া

رَبِّ زِدْنِي عِلْمًا

হে আমার প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করো।

📢 বিজ্ঞাপন / নোটিশ