Logo

📖 কুরআন

কুরআনের সূরা, আয়াত, বাংলা অনুবাদ ও পড়ার সুবিধা

1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি পরম দয়ালু, অতিশয় দয়ালু।

2

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

সমস্ত প্রশংসা আল্লাহ্‌র, যিনি সৃষ্টিকর্তা সকল জগৎ-এর।

3

الرَّحْمَٰنِ الرَّحِيمِ

পরম দয়ালু, অতিশয় দয়ালু।

4

مَالِكِ يَوْمِ الدِّينِ

প্রতিফল দিবসের মালিক।

5

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

আপনাকেই আমরা উপাসনা করি এবং সাহায্যও আপনার কাছেই চাই।

6

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

আমাদের সরল পথে পরিচালিত করুন।

7

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ, যাদের প্রতি রাগ করেছেন না এবং যারা পথভ্রষ্ট নয়।

Note: ডেমো উদ্দেশ্যে বাংলা অনুবাদ ও sample surah দেওয়া আছে। প্রকল্পে বাস্তব কুরআন ডেটা API integration করে ব্যবহার করা যাবে।