
হজের ধাপ, নিয়ম ও গুরুত্বপূর্ণ হাদিস/কুরআন রেফারেন্স
অর্থ ও ইতিহাস / المعنى والتاريخ
ইফরাদ, কিরান ও তামাত্তু / إفراد، قِران وتمتع
পোশাক ও নিয়ম / الملابس والقوانين
লাব্বাইক আল্লাহুম্মা / لبيك اللهم حجًا
কাবার চারপাশে প্রদক্ষিণ / طواف حول الكعبة
সফা-মারওয়া গমনাগমন / السعي بين الصفا والمروة
৯ জিলহজ্ব / 9 ذو الحجة
এবং হজ পালন করো আল্লাহর জন্য যারা সামর্থ্যবান।
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
সূরা আল-ইমরান 3:97
মানুষকে হজের জন্য আহ্বান করা হলো।
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
সূরা আল-হজ্ব 22:27
ইহরামের অবস্থায় মানুষের জন্য কিছু কিছু কাজ হারাম।
لَا يَحِلُّ لِلْمُحْرِمِ أَنْ يَلْبَسَ الثِيَابَ الْمُخَيَّطَةَ وَلَا يَقْطَعَ شَعْرَهُ وَلَا يَسْتَعْمِلَ الطِّيبَ
বুখারী ও মুসলিম
যে ব্যক্তি কাবা তাওয়াফ করে, তার প্রতিটি পা নামাজের সমান সওয়াব পাবে।
مَنْ طَافَ بِالْكَعْبَةِ فَلَهُ كُلُّ خُطْوَةٍ بِسَبْعِينَ أَلْفَ حَسَنَةٍ
তিরমিযি
হজ হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নিকটতম হওয়ার একটি সুযোগ।
ইসলামী চিন্তাবিদ
এবং হজ তোমাদের জন্য এক পরিচিতি।
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ
সূরা আল-হজ্ব 22:29
হজের সময় দোয়া এবং ইস্তেগফার বেশি পড়া অত্যন্ত প্রফুল্ল।
كُنْ كَمَا أَمَرَ النَّبِيُّ ﷺ فِي يَوْمِ عَرَفَةَ بِالدُّعَاءِ وَالاسْتِغْفَارِ
মুসনাদ আহমাদ
আরাফাতের ময়দানে মানুষকে একত্র করা হলো।
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ
সূরা আল-হজ্ব 22:27-28
হজ আমাদের ধৈর্য, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধি শেখায়।
ইসলামী চিন্তাবিদ
যে ব্যক্তি হজ সম্পূর্ণ করবে, সে পূর্বের সমস্ত পাপ থেকে মুক্ত হবে।
مَنْ أَدَّى الْحَجَّ حَقَّ حُقُوقِهِ رَجَعَ كَمَا وُلِدَتْهُ أُمُّهُ
বুখারী ও মুসলিম